শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করুন

আমাদের প্রত্যেকের কম্পিউটারেই ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে। যেগুলো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ পেনড্রাইভ বা কোনো ড্রাইভের মাধ্যমে নিয়ে নিতে পারে। আবার অনেকে আপনার অগোচরে ভাইরাসযুক্ত কোনো ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করিয়ে কম্পিউটারের দফারফা করতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন।
প্রথমে আপনার কম্পিউটারের Desktop থেকে My Computer এর উপর Mouse এর Right Button ক্লিক করে Manage এ ক্লিক করে Continue তে ক্লিক করে Device Manager এ ক্লিক করে Universal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিতে হবে। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যাই প্রবেশ করানো হোক না কেনো সেগুলো Show  করবে না, আবার Enable করে দিলে Show  করবে। নিচে চিত্রের মাধ্যমে করে দেখানো হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...