রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ছবিটি Gour এর,,,,


বায়ুপ্রবাহের ক্ষয় কাজের কারণে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, গৌর হোল
তার মধ্যে এক অন্যতম স্থাপনা,গৌরটি আলজেরিয়া সাহারার।
বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলা স্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হয়। এর ফলে শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে । স্তম্ভাকৃতি এই রকম শিলাস্তূপ গৌর নামে পরিচিত । সাহারা মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায়, এইটি তাদের মধ্যে একটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...