বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্কুল জীবনের বন্ধুর কথা

আবুল কালাম আজাদ (জিমি) ১ম স্কুলে পা রাখার সময় আমার সাথে প্রথম দেখা হয়। তখন ৯ম শ্রেণিতে বানিজ্য শাখায় পড়ি।
ওর বাবা পূবালী ব্যাংকে চাকুরির বদলির সুবাদে খুলনায় সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয় । দেখতে সুন্দর অনেক লম্বা । আমি স্কুল ছুটির পর ওদের বাসায় অনেক সময় কাটাতাম । ও অনেক উপন্যাস ও গল্পের বই পড়তো । মাঝে মাঝে সার্কিট হাউজের মাঠে ক্রিকেট খেলতো আমি ও তার সাথে খেলতাম । আমার অনেক বন্ধু ছিল এবং এখনো আছে । জিমি হচ্ছে আমার প্রিয় বন্ধুদের একজন । ও আমাকে জীবন চলার পথে অনেক সু পরামশ দিয়ে আমাকে সচেতন করেছে এবং এখনো নিয়মিত তার সাথে ফোনে কথা হয় । সময়ের পরিবতনের সাথে অনেক প্রিয় বন্ধুর সাথে কোন যোগাযোগ না থাকলেও জিমির সাথে আমার যোগাযোগ সারাটা জীবন থাকবে ইনশাল্লাহ ।
জিমি আমি তোকে খুব ভালোবাসি তুই কিন্তু ভাবিস না আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি ।জানিনা এই লেখাটা কোন দিন তুই পড়বি কি না তবে তোকে আমি সব সময় খুব মিস করি তুই সবসময় ভালো থাক এই কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...