শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

উন্নতমানের ১০টি স্মার্টফোন, যার নামও হয়তো অনেকের জানা নেই



স্মার্টফোনের দুনিয়ায় পরিচিত ব্র্যান্ডগুলো সবাই কম-বেশি চেনেন। এদের সম্পর্কে ধারণাও আছে সবার। অনেকের ধারণ পরিচিত মডেলগুলোই বাজারের সবচেয়ে ভালো ফোন। ধারণাটি আসলে ভুল। এখানে জেনে নিন এমন ১০টি স্মার্টফোনের কথা। এদের নামও হয়তো শোনেননি। কিন্তু তুলনামূলক বিচারে ভালো ব্র্যান্ডের ফোনগুলোর চেয়ে কম যায় না এগুলো
. টিএইচএল ৫০০০ : শক্তিশালী ব্যাটারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই ফোনটি। পাতলা দেহে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ইঞ্চি আইপিএস পর্দার রেজ্যুলেশন ১০৮০পি। চাড়া জিবি ্যাম, গিগাহার্জ প্রসেসর দেওয়া হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের বাজারে বেশ চলে ২৫৯ ডলারের ফোনটি

. লুমিগন টি২ এইচডি : দারুণ স্টাইলিশ লুক নিয়ে ক্রেতার মন জয় করেছে এটি। পানি এবং ধুলাবালি প্রতিরোধক এর দেহ। . ইঞ্চি পর্দায় ৭২০ পিক্সেল রেজ্যুলেশন। কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসরে রয়েছে জিবি ্যাম। ১৩ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা নিয়ে ডেনমার্ক, আমেরিকা এবং ইউরোপের অন্যান্য বাজারে দারুণ জনপ্রিয় ফোনটি। দাম ৫৭৮ ডলার
. ফেয়ারফোন : শ্রমিকদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এর জন্ম। . ইঞ্চি পর্দাটি এলসিডি। . গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়া-টেক প্রসেসর এবং জিবি ্যাম রয়েছে এতে। ব্রিটিশ বাজারে ২৫০ পাউন্ডে পাওয়া যায় ফোনটি

. কুলপ্যাডস ম্যাগভিউ : চীনের বাজারে সর্বাধিক বিক্রিত একটি ফোন এটি। পারফরমেন্স দেখার মতো। টেগরা প্রসেসর, জিবি ্যাম আর . ইঞ্চি ফুল এইচডি পর্দা আর অ্যালুমিনিয়াম দেহ সবার নজর কেড়েছে। ৬৪২ ডলার এর দাম

. ইয়োটাফোন : ডুয়াল পর্দা নিয়ে বিস্ময় ছড়িয়েছে ফোনটি। এর -ইঙ্ক পর্দাটি ফেসবুক, টুইটার, আরএসএস ফিড, মেসেজ এবং ইবুকের মত অ্যাপের ক্ষেত্রে দারুণ কাজ করে। আমেরিকা এবং ব্রিটেনের বাজারে ৮১৩ ডলারে মিলবে হাই পারফরমেন্সের ফোনটি। ইঞ্চি ফুল এইচডি পর্দা আর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসরের সঙ্গে রয়েছে জিবি ্যাম

. এনইসি টেরাইন : শক্তপোক্ত ফোন চাইলে এটি দারুণ। ব্ল্যাকবেরির মতো ফুল কোয়ার্টি কিপ্যাড রয়েছে এতে। . ইঞ্চি ডিসপ্লে থাকলেও ডুয়াল কোর . গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। আমেরিকার বাজারে পাওয়া যায়। দাম মাত্র ৮৪.৯৯ ডলার
. কেটি টেক কেএম-ই১০০ : দক্ষিণ কোরিয়ার দারুণ জনপ্রিয় একটি ফোন। বাইরের দুনিয়া জানেই না বিষয়টি। . ইঞ্চি পর্দায় ৭২০ পিক্সেল রেজ্যুলেশন রয়েছে
. মেইজু এমএক্স৪ : চোখের সামনে আইফোনের মতো মোবাইল দেখ পাবেন, কিন্তু এটি . ইঞ্চি পর্দার মেইজু। অক্টাকোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে রয়েছে জিবি ্যাম।  ক্যামেরি ২০. মেগাপিক্সেলের। ৪৭০ ডলারে ব্রিটেন, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বাজারে বেশ চালু একটি মোবাইল

. পশ মোবাইল টাইটান এইচডি ই৫০০ : কম মূল্যে ভালো পারফরমেন্সের ফোন পেতে হলে এটি এগিয়ে। ১৯৯ ডলারের ফোনে রয়েছে ইঞ্চি ১০৮০ পিক্সেল পর্দা। অক্টাকোর প্রসেসরটি . গিগাহার্জ। ্যাম আছে জিবি
১০. এলজি এফএক্স০ : ব্র্যান্ডের নামের সঙ্গে সবাই পরিচিত। কিন্তু এই মডেলটির সঙ্গে নয়। এর পেছনের দিকটি ট্রান্সপারেন্ট। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চলে। . ইঞ্চি পর্দাটি আইপিএস। স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর চিপ রয়েছে এতে। . জিবি ্যাম একে গতি দিয়েছে। জাপানের বাজারে দারুণ হিট একটি স্মার্টফোন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...