বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

কীভাবে চিরতরে ফেসবুক আইডি ডিলিট করবেন?



ফেসবুক আইডি ডিএক্টিভ করার পরও ফেসবুকের অস্তিত্ব থাকে। কীভাবে চিরতরে ফেসবুক আইডি ডিলিট করবেন?
আপনি যদি নিশ্চিত হন যে আপনি আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না, তাহলে আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য অনুরোধ করতে পারেন। তবে মনে রাখবেন একবার অ্যাকাউন্ট ডিলিট করে দিলে আপনি কখনোই সেই অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের কোন তথ্যই আর ফিরে পাবেন না। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার আগে আপনি আপনার তথ্যগুলোর একটা কপি ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের জন্য apply করার পর তা কার্যকর হতে সর্ব্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের জন্য প্রথমে অ্যাকাউন্টে লগ ইন করে নিচের লিংকে ক্লিক করুন। - https://www.facebook.com/help/delete_account
বিস্তারিত তথ্যের জন্য দেখুন- https://www.facebook.com/help/224562897555674
- See more at: http://www.eurobdnews.com/IT/10147/-------#sthash.DoiAaBJY.dpuf

শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করুন

আমাদের প্রত্যেকের কম্পিউটারেই ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে। যেগুলো আপনার অনুপস্থিতিতে অন্য কেউ পেনড্রাইভ বা কোনো ড্রাইভের মাধ্যমে নিয়ে নিতে পারে। আবার অনেকে আপনার অগোচরে ভাইরাসযুক্ত কোনো ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করিয়ে কম্পিউটারের দফারফা করতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন।
প্রথমে আপনার কম্পিউটারের Desktop থেকে My Computer এর উপর Mouse এর Right Button ক্লিক করে Manage এ ক্লিক করে Continue তে ক্লিক করে Device Manager এ ক্লিক করে Universal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিতে হবে। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যাই প্রবেশ করানো হোক না কেনো সেগুলো Show  করবে না, আবার Enable করে দিলে Show  করবে। নিচে চিত্রের মাধ্যমে করে দেখানো হলো।

মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা ফাঁস হয়ে যাচ্ছে আপনার গোপন সব তথ্য



মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। কীভাবে দূর থেকেই মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে? নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্য বিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত ব্যাক্তিগত তথ্য ছবি  নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে মানুষ প্রতিনিয়ত ইন্টারনেটের উপর ভরসা করছে। যার ফলে সকলেই ফেসবুক, টুইটার, ভাইবার, ইমু, স্কাইপি সহ হাজার  হাজার মোবাইল অ্যাপ্লিক্যাশন ব্যবহার করছে। যা ব্যবহারকারীর যোগাযোগ ব্যবস্থাকে একদম হাতে মুঠোয় এনে দিয়েছে। কিন্তু এই সকল মোবাইল অ্যাপ ব্যবহার করায়, সামান্য ভূলের জন্য ব্যবহার কারীর গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। যা অত্যন্ত ঝুকিপূর্ণ বলে জানিয়েছেন জার্মানীর একদল গবেষক
আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন স্মার্টফোনে যেকোন এনরোয়েড এপস  ইনস্টল করার সময় এপস কোম্পানি আপনাকে স্বয়ংক্রিয় ভাবে আপনার ব্যাক্তিগত তথ্য যেমন ফোনবুক, ম্যাসেজ, কল রেকর্ড, ভয়েস রেকর্ড, ক্যামেরা সহ ভিন্ন ভিন্ন ব্যাক্তিগত এপ্লিকেশানে একসেস চায়। প্রয়োজনের তাগিদে এসব ব্যাক্তিগত ইনফরমেশানে আমরাই তাদের একসেস দিয়ে রাখছি। মুলত এভাবেই আপনার ব্যাক্তিগত সব তথ্য চলে যাচ্ছে ডেভলপার কোম্পানীর হাতে
এছাড়াও প্রযুক্তি বিষয়ক একদল গবেষক জানান, এসব সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর সকল তথ্য অনলাইনে থেকে যায়। যা হ্যাকার দ্বারা বা সফটওয়্যার কর্তৃপক্ষ দ্বারা প্রতিনিয়তই ফাঁস হয়ে যাচ্ছে
জার্মানীর গবেষকগণ আরো জানান, অনলাইনে প্রায় ৫৬ মিলিয়নেরও বেশি নিরাপত্তাহীন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। যার মধ্যে ম্যাসেঞ্জার, গেমস, মেডিকেল অ্যাপস, ব্যাংক অ্যাপস ইত্যাদি উল্লেখযোগ্য। এসকল অ্যাপস অসাবধানতাবশত ব্যবহারের ফলে যেসকল গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে তা হল:
.গোপন ইউজার নেম (যা দিয়ে ইউজার লগইন করে)
.লগইন পাসওয়ার্ড
.গোপন ইমেইল
.পার্সোনাল তথ্য
.এড্রেস
.ডোর কোড
.লোকেশন ডাটা
.মোবাইল আইপি
.ব্যাংক একাউন্ট
১০.ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি
গবেষক দলের ভাষ্য মতে, এরকম ঝুঁকি থেকে মুক্তি পেতে নিচের নিয়ম অনুসরণ করা উচিৎঃ
.অনলাইন থেকে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকা।
.ফেসবুক, স্কাইপি, ভাইবার সহ এজাতীয় চ্যাটিং সফটওয়্যারে চ্যাট করার পর চ্যাট হিস্টোরি ডিলেট করে ফেলা।
.যেকোনো সফটওয়্যার শুধু মাত্র অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা।
.অনলাইনে পার্সোনাল তথ্য না দেয়া।
.যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার পর সাথে সাথে ব্রাউজিং হিস্টোরি ডিলেট করে ফেলা

স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড, যা যেকোনো সময় কাজে লাগতে পারে

স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্ন সিকিউরিটি কোড, যা যেকোনো সময় কাজে লাগতে পারে….
১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫.FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*
৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#*
৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্-
*#12580*369#
৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090#
১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900#
১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#*
১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#*
১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564#
১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#*
১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#*
১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#*
১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#*
১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#*
১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#*
২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*

উন্নতমানের ১০টি স্মার্টফোন, যার নামও হয়তো অনেকের জানা নেই



স্মার্টফোনের দুনিয়ায় পরিচিত ব্র্যান্ডগুলো সবাই কম-বেশি চেনেন। এদের সম্পর্কে ধারণাও আছে সবার। অনেকের ধারণ পরিচিত মডেলগুলোই বাজারের সবচেয়ে ভালো ফোন। ধারণাটি আসলে ভুল। এখানে জেনে নিন এমন ১০টি স্মার্টফোনের কথা। এদের নামও হয়তো শোনেননি। কিন্তু তুলনামূলক বিচারে ভালো ব্র্যান্ডের ফোনগুলোর চেয়ে কম যায় না এগুলো
. টিএইচএল ৫০০০ : শক্তিশালী ব্যাটারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই ফোনটি। পাতলা দেহে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ইঞ্চি আইপিএস পর্দার রেজ্যুলেশন ১০৮০পি। চাড়া জিবি ্যাম, গিগাহার্জ প্রসেসর দেওয়া হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের বাজারে বেশ চলে ২৫৯ ডলারের ফোনটি

. লুমিগন টি২ এইচডি : দারুণ স্টাইলিশ লুক নিয়ে ক্রেতার মন জয় করেছে এটি। পানি এবং ধুলাবালি প্রতিরোধক এর দেহ। . ইঞ্চি পর্দায় ৭২০ পিক্সেল রেজ্যুলেশন। কোয়ালকাম স্ন্যাপড্রাগন প্রসেসরে রয়েছে জিবি ্যাম। ১৩ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা নিয়ে ডেনমার্ক, আমেরিকা এবং ইউরোপের অন্যান্য বাজারে দারুণ জনপ্রিয় ফোনটি। দাম ৫৭৮ ডলার
. ফেয়ারফোন : শ্রমিকদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এর জন্ম। . ইঞ্চি পর্দাটি এলসিডি। . গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়া-টেক প্রসেসর এবং জিবি ্যাম রয়েছে এতে। ব্রিটিশ বাজারে ২৫০ পাউন্ডে পাওয়া যায় ফোনটি

. কুলপ্যাডস ম্যাগভিউ : চীনের বাজারে সর্বাধিক বিক্রিত একটি ফোন এটি। পারফরমেন্স দেখার মতো। টেগরা প্রসেসর, জিবি ্যাম আর . ইঞ্চি ফুল এইচডি পর্দা আর অ্যালুমিনিয়াম দেহ সবার নজর কেড়েছে। ৬৪২ ডলার এর দাম

. ইয়োটাফোন : ডুয়াল পর্দা নিয়ে বিস্ময় ছড়িয়েছে ফোনটি। এর -ইঙ্ক পর্দাটি ফেসবুক, টুইটার, আরএসএস ফিড, মেসেজ এবং ইবুকের মত অ্যাপের ক্ষেত্রে দারুণ কাজ করে। আমেরিকা এবং ব্রিটেনের বাজারে ৮১৩ ডলারে মিলবে হাই পারফরমেন্সের ফোনটি। ইঞ্চি ফুল এইচডি পর্দা আর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসরের সঙ্গে রয়েছে জিবি ্যাম

. এনইসি টেরাইন : শক্তপোক্ত ফোন চাইলে এটি দারুণ। ব্ল্যাকবেরির মতো ফুল কোয়ার্টি কিপ্যাড রয়েছে এতে। . ইঞ্চি ডিসপ্লে থাকলেও ডুয়াল কোর . গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। আমেরিকার বাজারে পাওয়া যায়। দাম মাত্র ৮৪.৯৯ ডলার
. কেটি টেক কেএম-ই১০০ : দক্ষিণ কোরিয়ার দারুণ জনপ্রিয় একটি ফোন। বাইরের দুনিয়া জানেই না বিষয়টি। . ইঞ্চি পর্দায় ৭২০ পিক্সেল রেজ্যুলেশন রয়েছে
. মেইজু এমএক্স৪ : চোখের সামনে আইফোনের মতো মোবাইল দেখ পাবেন, কিন্তু এটি . ইঞ্চি পর্দার মেইজু। অক্টাকোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে রয়েছে জিবি ্যাম।  ক্যামেরি ২০. মেগাপিক্সেলের। ৪৭০ ডলারে ব্রিটেন, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বাজারে বেশ চালু একটি মোবাইল

. পশ মোবাইল টাইটান এইচডি ই৫০০ : কম মূল্যে ভালো পারফরমেন্সের ফোন পেতে হলে এটি এগিয়ে। ১৯৯ ডলারের ফোনে রয়েছে ইঞ্চি ১০৮০ পিক্সেল পর্দা। অক্টাকোর প্রসেসরটি . গিগাহার্জ। ্যাম আছে জিবি
১০. এলজি এফএক্স০ : ব্র্যান্ডের নামের সঙ্গে সবাই পরিচিত। কিন্তু এই মডেলটির সঙ্গে নয়। এর পেছনের দিকটি ট্রান্সপারেন্ট। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চলে। . ইঞ্চি পর্দাটি আইপিএস। স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর চিপ রয়েছে এতে। . জিবি ্যাম একে গতি দিয়েছে। জাপানের বাজারে দারুণ হিট একটি স্মার্টফোন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...