বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেরাউনের মৃত্যুর বর্ননা

 ফেরাউনের মৃত্যুর বর্ননা দিতে গিয়ে জিবরাঈল আঃ বলেন পানিতে তলিয়ে যাওয়ার পর আমি

ফেরাউনের মুখে লাথি দিয়ে কাঁদা মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা আমি আশংকা করে ছিলাম সে হয়তো শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসবে,আর আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাঈল আঃ এর সম্পর্কের চমৎকার একটা দিক উপলব্ধি করা যায়। জিবরাঈল আঃ আল্লাহ তায়ালার সবথেকে নিকটবর্তী ফেরেশতা হওয়ায় আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন।
তিনি এও জানেন ফেরাউনের ঔদ্ধত্য যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়।
আলহামদুলিল্লাহ।ক
( সুনান আত তিরমিজিঃ ৩১০৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

    জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮ , ০০...