"একটা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হলো,
উঠে দাঁড়াতে অনেক বেশি সময় নিই ... আর ঐ সময়টাতেই জীবনের অনেক সুযোগ হারিয়ে
ফেলি, যেটার জন্য পরে আফসোস করতে হয় !!
অবাক হয়ে মানুষের গল্প শুনি
... সত্যিকারের গল্প ... কোন এক প্রতারকের জন্য কষ্ট পেয়ে আত্মহত্যা করতে
গিয়ে এক মাস হাসপাতালে ছিল সে, ভর্তি পরীক্ষা দিতে পারে নি ... এখন
প্রতারকের জন্য আর কষ্ট হয় না তার, কষ্ট হয় নিজের বোকামির জন্য !!
আমার জীবনে যে ধরণের প্রশ্ন আমি সবচেয়ে বেশি শুনেছিঃ
"আমাকে ছেড়ে সে চলে গেছে
... আমি কষ্টে পড়তে পারতেছি না ... আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ... আমি
রাতে ঘুমাতে পারছি না ... আমার মরে যেতে ইচ্ছা করতেছে ... আমি এখন কি করবো
??"
যতই বুঝাই শক্ত হওয়ার জন্য ... কাজ হয় না ... এই মানুষগুলো জীবনের
একটা অনেক বড় সময় নষ্ট করে ফেলে ধাক্কাটা সামাল দিতে ... তারপর যখন সে উঠে
দাঁড়ায়, যখন সে টের পায় যে সে শক্ত হয়ে গেছে, তখন সে আফসোস করে তার নষ্ট
হয়ে যাওয়া সময়ের জন্য !!
ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানো সহজ না ... আমি নিজেও
জানি ... আমি যখন আমার জীবনের একটা বড় রকমের ধাক্কা খাই, তখন আমার টার্ম
ফাইনাল পরীক্ষা চলছিল ... এক বন্ধুকে বললাম, আমি পড়তে পারছি না, সম্ভবত ফেল
করবো ... বন্ধু আমাকে একটা কথা বলছিলো, যেই কথাটা আমার চিন্তা ভাবনা বদলে
দিয়েছিল ...
"তুমি একটা ব্যাপারে কষ্ট পাইলা ... এখন ঐ কষ্টের
প্রতিক্রিয়াতে তুমি যদি আরেকটা জায়গায় কষ্টের কারণ তৈরি করো ... তাহলে দেখা
যাবে, প্রথমবারের কষ্টটা তোমাকে কিছুদিন ভুগিয়ে চলে যাবে একদিন ... কিন্তু
দ্বিতীয় কষ্টটা তোমাকে আরো অনেক দিন ভুগাবে ... এভাবে কষ্টের একটা চক্রে
তুমি আটকা পড়ে যাবা ... কি ভয়ংকর ব্যাপার !!"
কেউ তোমাকে রেখে চলে গেলো
... তুমি ঐ মানুষের জন্য কষ্ট পেয়ে পড়াশুনা করলা না ... এরপর পরীক্ষায় ফেল
করলা ... তারপর যখন ঐ মানুষের কষ্ট তুমি ভুলে যাবা, পরীক্ষায় ফেলের কষ্ট
তোমাকে আজীবন ভুগাবে ... একটা কষ্টের ইফেক্টে আরো কষ্ট তৈরি করো না ...
প্লিজ !!
জীবনে ধাক্কা খেলে সেটার কষ্ট রাতারাতি ভুলা যায় না ...
কিন্তু সেই কষ্টটাকে জিদে পরিণত করা যায় ... কষ্ট পেয়ে সেটাকে চোখের জলে
রূপান্তর না করে জিদে রূপান্তর করো ... দাঁতে দাঁত চেপে দিনের মধ্যে
একশোবার নিজেকে বলোঃ
"একদিন আমি এত বেশি পরিমাণে সাকসেসফুল হবো, এত
ভালো জায়গায় পৌছাবো, ক্যারিয়ারে এত বেশি শাইন করবো যে আমাকে কষ্ট দেয়া
মানুষটা উল্টো আফসোস করবে, অপমানে লজ্জায় মাটিতে মিশে যাবে"
কেউ তোমাকে যখন তোমার সাথে প্রতারণা করে, তোমাকে কষ্ট দেয়, আঘাত করে - তাকে একটা উচিত জবাব দিতে ইচ্ছা করে না ??
জিদ করে একবার শুধু শাইন করো জীবনে ... তোমাকে মুখ ফুটে কিছু বলতে হবে না,
তাকে কোন মেসেজ পাঠাতে হবে না, কোন ফোন কল করতে হবে না ... কিচ্ছু না !!
Your success will be your noise ... Then that noise will reach that
person ... that noise will haunt that person ... That will be your
perfect revenge and perfect answer !!
কেউ একজন স্বার্থপরের মত চলে
গেছে ... তুমিও এবার একটু স্বার্থপর হও ... নিজের জন্য, নিজেকে অনেক উঁচুতে
নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করো ... পরিশ্রম কখনো বৃথা যায় না !!
ভুল
মানুষকে তো অনেক ভালোবাসলে, এবার একটু নিজেকে ভালোবাসো ... ধাক্কা খেয়ে পড়ে
না থেকে উঠে দাঁড়াও ... আজেবাজে মানুষের পেছনে না ছুটে নিজের স্বপ্নের
পিছনে ছুটতে থাকো ... কথা দিচ্ছি, ভালো থাকবা ... একদিন অনেক বেশি ভালো
থাকবা !!"